পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে অবৈধ দখল উচ্ছেদ করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে দুই ঘন্টা ধরে এ অভিযান পরিচালিত হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পটিয়া রেলওয়ে স্টেশনের আশপাশে অবৈধ দোকান বসিয়ে মদ, জুয়ার আসরসহ নানা ধরণের অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিল। এতে স্টেশনের যাত্রীরা যাতায়াতে চুরি ছিনতাইয়ের শিকারসহ নানা ধরনের হয়রানি শিকার হন। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার নেজাম উদ্দিন বলেন, স্টেশনের আশপাশে অবৈধ দখলদারদের কারণে দূর্ঘটনা ঝুঁকিসহ নানা ধরণের সমস্যা হচ্ছিল। বিভাগীয় ব্যবস্থাপকের নির্দেশে এসব অবৈধ স্হাপনা উচ্ছেদ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।