ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৩ সাংবাদিকের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চট্টগ্রামের তিন সাংবাদিক ও  ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামের বিচারক জহিরুল কবির তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউর অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন জামিনের বিষয়টি নিশ্চিত করেন।

জামিন প্রাপ্তরা হলেন– নুরুল আমিন খোকন (সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস), সাইফুদ্দিন রমিজ (দৈনিক সকালের সময়), মো. শাকিল (সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস) ও  ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু হায়দার আহমেদ।

মামলায় বিবাদী পক্ষে ছিলেন– আইনজীবী এডভোকেট তসলিম উদ্দিন, এডভোকেট মোঃ হারুন, এডভোকেট হাবিব।

উল্লেখ্য,২০২২ সালের ২২ই ডিসেম্বর টুয়েন্টিফোর টিভিতে ‘শাহ আমানত আবাসিক এলাকার জনসাধারণের মানববন্ধন’শিরোনামে সংবাদ প্রকাশের জেরে  আক্তার হোসেন বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.