চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ বাড়িতেই অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেন সাতকানিয়া থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার মাদার্শার দক্ষিণ মাদার্শার মিয়ার বর বাড়ির আব্দুল আজিজকে একই এলাকার রবিটাওয়ারের সামনে থেকে ১০৫পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেন সাতকানিয়া থানা পুলিশের এসআই মো:নাহিদ।
সাতকানিয়া থানার ওসি ইয়াসির আরাফাত বলেন,দক্ষিণ মাদার্শার আবদুল আজিজ বিভিন্ন কৌশলের আড়াঁলে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা কেনাবেচার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এদিকে উখিয়ার নুর হোসেন থেকে ২২০০পিস ইয়াবা,নারায়নগঞ্জের পাভেল হোসেন থেকে ৬০০ পিস ইয়াবাও সাতকানিয়ার চরতীর দুরদুরীর অপহরণ মামলায় দেলোয়ার হোসেনের ছেলে মো:মিজান(২৪)কে গ্রেফতার করা হয়।