বসতভিটা ও ব্যবসা বানিজ্য বাঁচাতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

 

সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়ায় বসতভিটা ও ব্যবসা বানিজ্য এবং সুন্দর করে সংসার করার দাবী জানিয়ে এলাকার কতিপয় প্রভাবশালী চক্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন গিয়াস উদদীন নামে এক ভুক্তভোগী।

১১ই অক্টোবর (বুধবার) দুপুরে সাতকানিয়া কেরানীহাট সাংবাদিক ফোরামের কার্যালয়ে উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কিতামুল্লাহ পাড়ার মৃত আবদুল মাবুদের ছেলে মো:গিয়াস উদদীন এই সংবাদ সম্মেলন করেন একই এলাকার একই ওয়ার্ডের ইউপি সদস্য মৃত সিদ্দিক মাঝির ছেলে আব্দুল ছফুর এবং আরাফা বেগম,চম্পা বেগম,তসলিমা আক্তার নাজিম ড্রাইভার,হারুন ড্রাইভার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে গিয়াস উদদীন মৌখিক বক্তব্যে বলেন-আমার মার্কেট সহায় সম্পত্তির দিকে নজর পড়েছে উপরোক্ত ব্যক্তিগুলোর, ফলে তাদের চাঁদাবাজিসহ বিভিন্ন মিথ্যা মামলার গেড়াঁকলের মাঝে আমার জীবন বিমর্ষ হচ্ছে প্রতিনিয়ত।

তাই আমি প্রশাসন থেকে সাহায্য আশা করছি যাতে এই প্রভাবশালী কুচক্রীমহল থেকে বেঁচে ফিরে আমও আমার সুন্দর স্বাভাবিক জীবনযাপন করতে পারি।

মন্তব্য করুন

Your email address will not be published.