পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল শিশু-কিশোর উৎসব সম্পন্ন

ঈদগাঁও প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিশু-কিশোর উৎসব কক্সবাজারের পোকখালীতে সু-সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধু স্টাডি সার্কেলের উদ্যোগে মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় ঈদগাঁও উপজেলার গোমাতলী উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু তালেব। শেখ রাসেল শিশু-কিশোর উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা শিক্ষা কর্মকর্তা শিশু সাহিত্যিক মো. নাছির উদ্দিন। এতে স্বাগত বক্তব্য রাখেন, কবি মানিক বৈরাগী, মুখ্য সমন্বয়ক,বঙ্গবন্ধু স্টাডি সার্কেল, কক্সবাজার। শুভেচ্ছা জ্ঞাপন করেন, আব্দুল জলিল, প্রধান শিক্ষক গোমাতলী উচ্চ বিদ্যালয়। গোমাতলী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মুস্তফিজুর রহমানের সভাপতিত্বে ও আবৃত্তিকার, উৎসব আয়োজন কমিটির যুগ্ম আহবায়ক মিনহাজ চৌধুরীর পরি চালনায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিশু কিশোররা চিত্রাঙ্কন, লিখন, কবিতা উৎসব এ অংশগ্রহণ করেন। প্রত্যেক অংশগ্রহণ কারী বই ও সনদ পুরুস্কার দেয়া হয়। সবশেষে শেখ রাসেলের চলচিত্র প্রদর্শন করা হয়।
মন্তব্য করুন

Your email address will not be published.