সাতকানিয়া উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এম এ মোতালেব সিআইপি
আজ ১ই নভেম্বর (বুধবার) সকালো সাতকানিয়া উপজেলা পরিষদের হলরুমে আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার, নির্বাহী ম্যাজিষ্টেট মিল্টন বিশ্বাস, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াছিন আরাফাত উপজেলা ভাইস চেয়ারম্যান আনজুমান আরা, সালাউদ্দিন,এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছালেহ, বাজালিয়ার চেয়ারম্যান তাপস দত্ত, চেয়ারম্যান রমজান আলী,কেঁওচিয়ার চেয়ারম্যান ওসমান আলী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সাতকানিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী,সহ বিশিষ্ট ব্যবসায়ী এবং সাংবাদিক সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বোচ্ছাসেবকলীগ,ছাএলীগের নেতৃবৃন্দ।