সাতকানিয়ায় অবরোধের বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের সমাবেশ

 

নিজস্ব প্রতিবেদক

বিএনপি আর জামায়াতের অবরোধের বিরুদ্ধে সাতকানিয়ায় এম এ মোতালেব সিআইপির নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশাল মহিলা আওয়ামী লীগের সমাবেশ।

বুধবার বিকালে সাতকানিয়া কেরানীহাট হক টাওয়ারের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম মোতালেব সিআইপি

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:আলীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাতকানয়িা পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, এওচিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু ছালেহ, সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম উদ্দিন, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত উপজেলা আওয়ামী লীগের সদস্য আয়ুব চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান আরা, কাঞ্চনা ইউপি চেয়ারম্যান রমজান আলী, কেউচিয়া ইউপি চেয়ারম্যান ওসমান আলী, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দিন, ধর্মপুর ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন টিপু, ঢেমশার সাবেক চেয়ারম্যান রিদুয়ান উদ্দিন,সাবেক চেয়ারম্যান মনির আহমদ, কেউচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুচ, ধর্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফিজুর রহমান, দক্ষিণ জেলা সাতকানিয়া উপজেলা স্বেচ্ছসসেবক লীগের সভাপতি সাইফুল আলম সুমন ও সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিবসহ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মোতালেব সিআইপি বলেন আপনারা অতীতে চট্টগ্রাম ১৫আসনে অনেক কিছুই করেছেন কিন্তু সামনের দিনগুলোতে আপনারা অপরাজনীতি করে সাতকানিয়া লোহাগাড়ার বুকে আর টিকতে পারবেননা।

তিনি আরো বলেন আপনারা রাজনৈতিক কর্মসূচি দিন আমরা দিবনা তবে রাজনৈতিক কর্মসূচির নামে দেশে অরাজকতা করলে আমরা বাঁধা দিবই দিব।

মন্তব্য করুন

Your email address will not be published.