বিএনপির অবরোধে বাসে আগুন তিন দিনে ২৩ বিএনপি নেতা আটক

চট্টগ্রামে যুবলীগের লাঠি মিছিল,

পটিয়া  প্রতিনিধি:

দেশব্যাপী বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস,হত্যা,নৈরাজ্য ও অবৈধ হরতাল-অবরোধের প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ। বুধবার (১ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক এলাকা থেকে লাঠি মিছিলটি শুরু হয়ে ক্রসিং মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় যুবলীগের নেতা কর্মীদের হাতে কাঠ-বাঁশের লাঠি নিয়ে মিছিলে অংশ নেয়। জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মিছিলে আরো ছিলেন, সহসভাপতি তৌহিদুল আলম, আকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুরিদুল আলম মুরাদ, মোঃ আবিদ হোসেন,মোহাম্মদ নুরুল আমিন, দপ্তর সম্পাদক রাজু দাস হিরো, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল,জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক অমল রুদ্র, নাজিম উদ্দীন হায়দার প্রমুখ। এদিকে, বুধবার সকাল থেকেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দূরপাল্লার হালকা বাস চলাচল করেছে। স্থানীয় ছোট ছোট যানবাহন চলাচল করেছে। তিন দিনের এ অবরোধ নিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। বুধবার সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রীজ এলাকায় একটি বাসে আগুন দিয়েছে বিএনপি সমর্থিত নেতা কর্মীরা। অপর দিকে, বিএনপির অভিযোগ নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে পুলিশ। নেতাকর্মীরা গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছে। জেলা যুবলীগের সহ সভাপতি তৌ বলেন, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা হরতাল-অবরোধের নামে সহিংস রাজনীতিতে নেমেছে। জ্বালাও-পোড়াও করছে। এ সহিংস জ্বালাও-পোড়াও অবরোধ হরতালে জনসাধারণ মানুষের জানমালের কোনো ক্ষয়ক্ষতি যাতে না হয় সে প্রতিবাদে যুবলীগ রাজপথে আছে মানষের নিরাপত্তার সহযোগিতায়। পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম বলেন, তিন দিনে বিএনপির ২৩ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অহেতুক হয়রানি করতে পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে সরকার। বিএনপি নেতাকর্মীরা রাজপথে শান্তিপূর্ণ অবরোধে কাজ করছে। পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, মানুষের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ শক্তি দিয়ে মাঠে কাজ করছে পুলিশ। অহেতুক কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না, হয়রানিও করা হচ্ছে না। গ্রেপ্তারকৃত সবার নামে কোনো না কোনো মামলা আছে। পুলিশ নিয়মিত কাজের অংশ হিসেবে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে। পুলিশ নিয়মিত কাজের অংশ হিসেবে গ্রেপ্তার অভিযান পরিচালনা করছে।

মন্তব্য করুন

Your email address will not be published.