বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা? এক কৃষকের প্রায় ৮ শতক জমিতে রোপণ কৃত প্রায় ২৫০ টি কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নাছির মোহাম্মদ পাড়ায় এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, মোঃ হাশেমের ছেলে কৃষক মোঃ জসিম উদ্দিন তার নিজের ৮ শতক জায়গায় কলার চাষ করেছে। রাতে যেকোন সময় ফলন্ত কলা গাছগুলো দুর্বৃত্তরা কেটে দিয়েছে। তিনি বলেন এমন অপরাধ করেও ক্ষমতার দাপটে উল্টো আমার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। ইতোমধ্যে প্রায় ২ লাখ টাকা খরচ হয়েছে তার। এবার কলার আবাদও ভালো হয়েছে বলে জানান। কিছুদিনের মধ্যে কলাগুলো পরিপক্ব হতো। এরইমধ্যে কলা ক্ষেত কেটে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় আড়াই লাখ টাকার ফসলের ক্ষতি হয়েছে বলে জানান ফসল মালিক মোঃ জসিম। চাষি মোঃ জসিম উদ্দিন বলেন, আমার ৮ শতক জায়গায় প্রায় ২৫০ টি কলাগাছ রাতের আঁধারে মীর আহমদের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা কেটে ফেলেছে। আমি ন্যায়বিচারের জন্য আইনের দ্বারস্থ হব। স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম পেছু বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে এলাকার কিছু সন্ত্রাসীরা জসিম উদ্দিনের ২৫০ টি কলাগাছ কেটে ফেলেছে। এই সন্ত্রাসীরা এলাকায় ত্রাস সৃষ্টি করে এলাকায় প্রভাব কাটিয়ে প্রায় ২ শত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন কবর স্থানের চলাচলের পথ দখল করে তাদের বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরাও করেছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। আমরা এই অপকর্মের সঠিক বিচারের দাবী করছি। এ দিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এ ব্যাপারে অভিযুক্ত মীর আহমেদ সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম জানান, কলা গাছ কেটে ফেলার কোন অভিযোগ পাওয়া এখন ও আমার হাতে আসেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।