চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বাসে আগুন: ২৮ বিএনপি নেতা কর্মীদের নামে মামলা, আটক ৫

পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রীজ এলাকায় বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে (বুধবার) প্রথম প্রহরে বাসে আগুন দেয়ার ঘটনায় কর্ণফুলী থানায় বিস্ফোরক আইনে বুধবার রাতে মামলা দায়ের হয়েছে। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ৩০-৪০ জনকে আসামি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলি থানার ওসি মোহাম্মদ জহির হোসেন। এ ঘটনায় বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে কর্ণফুলি উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৫ বিএনপি নেতা কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, এজাজ আল ফারুক (৪০), মির্জা রুবেল (৩৩), আকতার হোসেন (৩৮), সাইফুল ইসলাম (২৯), মো. মহিউদ্দিন (৩৫)। তাদের সবার বাড়ি কর্ণফুলি এলাকায়। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের দায়ের করা বিস্ফোরক আইনে মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। জানা যায়, বুধবার কলেজ বাজার এলাকায় সকাল ৮ টার দিকে একটি পোশাক কারখানার শ্রমিকদের নামিয়ে খালি বাসটি শান্তির হাট এলাকায় আসার পথেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রীজ এলাকায় আসলেই বিএনপি নেতা কর্মীদের পিকেটিংয়ের কবলে পড়ে। এসময় বিএনপি নেতা কর্মীরা বাসটিতে আগুন দেয়। খবর পেয়ে কর্ণফুলি মডেল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে বাসটি ক্রসিং হাইওয়ে পুলিশ জব্দ করেছে। কর্ণফুলি থানার ওসি মোহাম্মদ জহির হোসেন বলেন, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় বাসে আগুন দেয়ার ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে আমরা ৫ জনকে আটক করে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

Your email address will not be published.