সৈয়দ আককাস উদদীন
বাঁশখালীর এমপির এপিএস হিসেবে পরিচিত ও উপজেলা যুবলীগের সভাপতি তাজুলের একটি বক্তব্যকে ঘিরে উপজেলার রাজনীতির অঙ্গন চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে, পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শের লালিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকেও প্রশ্নবিদ্ধ করেছেন এই তাজুল ইসলাম।
গতকাল (২৩শে ফেব্রুয়ারী) শুক্রবার
পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের কমিটি গঠনের এক আলোচনা সভায় এমন বিতর্কিত বক্তব্য ছাত্রলীগের আদর্শিক পদযাত্রাকে ব্যাহত করেছেন বলে উল্লেখ করেন বাঁশখালীর একাধিক উপজেলা আওয়ামীলীগের নেতারা।
এমন বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের অসাম্প্রদায়িকতার চেতনায় আঘাতের সামীল বলেও মন্তব্য করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আরিফুজ্জামান আরিফ।
এদিকে তিনি আরো বলেন, অথচ বাংলাদেশ আওয়ামীলীগ বরাবরই মেধাবীদের মূল্যায়ন করেন, কিন্তু তাজুল তার বক্তব্যে শুধুই বলেছেন এদেশে এখন চাকুরি পেতে হলে ছাত্রলীগ করতেই হবে আর না হয় বিসিএস বা অন্যকোন চাকুরী করা যাবেনা, মেধাবী হলেও কপালে আর চাকুরী জুটবেনা।
তবে বাঁশখালিতে এমনে ছাত্রলীগ করলে হবেনা, এমপি মোস্তাফিজ সাহেবের ছাত্রলীগ করতে হবে।
এটা কোন কথা!!! আজ আমরা কোথায়।
প্রিয় সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার ক্ষমতা কেউ রাখে কিনা?
এদিকে ইউনিয়ন পর্যায়েরও একাধিক নেতা যুবলীগের তাজুলের বক্তব্যকে তীব্র নিন্দা জানিয়ে ফেসবুকে ঝড় তুলেছেন। আবার কেউ কেউ বাঁশখালী উপজেলা যুবলীগের সভাপতির এই বক্তব্যটা দলের ভেতরে থেকে দলের বিরুদ্ধে জঙ্গীবাদকে উস্কানি দেয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন বলেও মন্তব্য করেন।
এদিকে তাজুলের ব্যবহৃত ফোনে একাধিকবার কল করেও ফোনে পাওয়া যায়নি।