ভাতিজার সঙ্গে ঝগড়ায় প্রাণ গেল চাচার

নিজস্ব প্রতিবেদক:

সাতকানিয়ায় ভাতিজার সঙ্গে ঝগড়ায় মারধরে আবু তাহের (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার কেঁওচিয়ার ৪নং ওয়ার্ডের মাইজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু তাহের ওই এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

জানা যায়, শনিবার বিকেলে আবু তাহের পারিবারিক আম গাছ থেকে আম পাড়তে গেলে তার ভাতিজা কাশেমের ছেলে মোরশেদ ও আবু ছিদ্দিকের ছেলে জোনায়েদ বাধা দেয়। এতে চাচা-ভাতিজার মধ্যে ঝগড়া বেধে যায়।

এক পর্যায়ে মোরশেদ ও জোনায়েদ চাচা আবু তাহেরকে কিলু-ঘুষি মারলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় স্বজনরা তাহেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কেরানীহাটের একটি বেসরকারী হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন  জানান, মৃতের শরীরে আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে এবং পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য করুন

Your email address will not be published.