চট্টগ্রামে করোনায় নতুন মৃত্যু ১১ জন
করোনায় মৃত্যর সব রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রামে। গত তের মাসের মধ্যে গত ১০ এপ্রিল ৯ জনের মৃত্যু দেখলেও পনের দিনের মাথায় এবার সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো ১১ জনে। তাদের মধ্যে নগরের ৮জন আর উপজেলার ৩জন। অথচ গত শুক্রবার মৃতের সংখ্যা ছিল চারজনে। শনিবারের নতুন ১১ জনসহ চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা প্রায় পাঁচশ’ছুঁই ছুঁই ৪৯৭।
আশংকাজনকহারে মৃত্যুর সংখ্যা বাড়লেও তবে কম টেস্টে কম শনাক্ত হয়েছে। শনিবার ১৩৩০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭১ জনের। এরমধ্যে নগরের ১৪১ আর উপজেলার ৩০। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ হাজার ৮৮৭। নতুন ১১ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা ৪৯৭। সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার দিবাগত রাতে (২৪ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
এদিন চট্টগ্রামের সরকারি বেসরকারি দশটি ল্যাবের মধ্যে ছয়টি ল্যাবে করোনা পরীক্ষা করা হয়।বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩১৭টি নমুনায় করোনা শনাক্ত হয় ৪৩ জনের দেহে।চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৬৮টি নমুনায় করোনা শনাক্ত হয় ৩৫ জনের দেহে।
জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৬২টি নমুনা পরীক্ষা করে ৩২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৫৭টি নমুনা পরীক্ষা করে ২৪ জন ও শেভরন ক্লিনিকের ল্যাবে ৩১২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৩৫ জনের এবং মেডিকেল সেন্টারে ১৪টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, শনিবার ১৩৩০টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১৭১ জনের। এরমধ্যে নগরের ১৪১ আর উপজেলার ৩০। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ হাজার ৮৮৭। নতুন ১১ জনের মৃত্যুসহ মোট মৃতের সংখ্যা ৪৯৭। নগরের ৮জন আর উপজেলার ৩জন।