নৌকার বিরুদ্ধে কাজ করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে

বর্ধিত সভায় বক্তারা

পটিয়া প্রতিনিধি:

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষীয়ান নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরীর নৌকা মার্কার সমর্থনে পটিয়া উপজেলা আওয়ামী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় রয়েল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
বক্তব্য রাখেন সাবেক মহিলা এমপি তেমন আরা তৈয়ব, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী, মোহাম্মদ নাছির, যুগ্ন সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, কেন্দ্রীয় যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমম টিপু সুলতান চৌধুরী, যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ফারুক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা একেএম আব্দুল মতিন চৌধুরী, চৌধুরী মাহাবুবুর রহমান, সিরাজুল ইসলাম মাস্টার, কাজী আবু তৈয়ব, ডক্টর জুলকারনাইন চৌধুরী জীবন, সত্যজিৎ দাশ রুপ, আবুল কালাম চৌধুরী, মোজাহেরুল ইসলাম চৌধুরী, সেলিম নবী, নাছির উদ্দিন,গোলাম সরোয়ার চৌধুরী মুরাদ, পটিয়া পৌরসভা মেয়র আইয়ুব বাবুল, আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক, মুহাম্মদ ছৈয়দ, শাহাদাত হোসেন ফরিদ, ‌ঋষি বিশ্বাস, এমএ রহিম, ইঞ্জিনিয়ার এস এমএ মোর্শেদ, আলমগীর আলম,এমএনএ নাছির,চেয়ারম্যানদের মধ্যে আবুল কাশেম, নিজামুল হক জসিম, এমন এ হাশেম, শাহিনুর ইসলাম শানু, রনবীর ঘোষ টুটুন, মাহাবুবুর রহমান, এহসানুল হক, মোঃ বখতিয়ার, সরোজ কান্তি সেন নান্টু, জাকারিয়া ডালিম, আমিনুল ইসলাম টিপু, বিএম জসিম, সাবেক ইব্রাহিম বাচ্চু, আহমদ নুর, গাজী ইদ্রিস, কাউন্সিলরদের মধ্যে গোফরান রানা, সরোয়ার কামাল রাজীব, নাছির উদ্দিন, গিয়াস উদ্দিন আজাদ, শেখ সাইফুল ইসলাম, জেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হাকিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম,আজিজুল হক, এডভোকেট হোসাইন রানা, আবুল হাসান খোকন, মর্তুজা কামাল মুন্সী, ডিএম জমির উদ্দিন, প্রজ্ঞা জ্যোতি বড়ুয়া লিটন, সোহেল ইমরান, সাহাব উদ্দিন, সাগর কান্তি দে, সরি চৌধুরী সাজু, জেলা যুবলীগ নেতা হাবিবুর হক চৌধুরী, মাঈনুদ্দিন, নুরুল আমিন, সাইফুল হাসান টিটু, রাজু দাশ হিরো, আব্দুল হান্নান চৌধুরী লিটন, নুর আলম ছিদ্দিকী, রফিকুল আলম, হাসান উল্লাহ চৌধুরী, মোরশেদুল হক, শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রবিউল হোসেন রুবেল, কৃষক লীগের আহ্বায়ক সৈয়দ নুরুল আবছার, মৎস্যজীবি লীগ নেতা সাইফুল ইসলাম, রূপক শীল, শ্রমিক লীগ নেতা ইউছুপ নবী টিটু, শফিকুল ইসলাম শফি, ছাত্রলীগ নেতা অজয় শীল, আব্দুল হান্নান, মহিউদ্দিন প্রমূখ।
সভায় দলীয় মনোনীত প্রার্থী ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে এবং বাংলাদেশকে একটি উন্নত রাস্ট্রে পরিনত করতে শেখ হাসিনার কোন বিকল্প নেই। শেখ হাসিনা কে ক্ষমতায় রাখতে আগামী ৭ জানুয়ারি সবার কাছে তিনি নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
প্রধান অতিথি মফিজুর রহমান বলেন,শেখ হাসিনা মনোনীত প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী কে বিজয়ী করার জন্য আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকার বাইরে অন্য কারো পক্ষে কাজ করার কোন সুযোগ নেই। নৌকার বিরুদ্ধে কাজ করলে তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.