উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম-১৫ আসনে মনোনয়ন ফরম জমা দিলেন ড. আবুরেজা নদভী

নিজস্ব প্রতিবেদন 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসন থেকে উৎসবমুখর পরিবেশে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম জমা দিয়েছেন দুই বারের সংসদ সদস্য প্রফেসর ড.আবুরেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

বুধবার (২৯ নভেম্বর) বেলা ৩টার দিকে সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার তথা সহকারি রিটার্নিং কর্মকর্তা মিল্টন বিশ্বাসের কাছে নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী,সাতকানিয়া উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Your email address will not be published.