লোহাগাড়া প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় নাশকতা মামলার পলাতক আসামী চরম্বা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও জামায়াতে ইসলামীর দুর্ধর্ষ ক্যাডার জসিম উদ্দিন হেলালীকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব-৭ এর একটি টিম।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাতে উপজেলার চরম্বা ইউনিয়নের নতুন পাড়াস্থ দারুস সালাম ইবতেদায়ী মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত জসিম উপজেলার চরম্বা ইউনিয়নের উত্তর চরম্বা গ্রামের সুফিয়াবাদ কাজির পাড়ার সামশুল ইসলামের পুত্র।
সে জামায়াতে ইসলামীর চরম্বা ইউনিয়ন শাখার নায়েবে আমীর এবং চরম্বা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের মেম্বার।
তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, অস্ত্র, চাঁদাবাজি, নাশকতা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকান্ড ও বিস্ফোরক আইনে লোহাগাড়া থানায় ৮টি মামলা রয়েছে বলে জানিয়েছেন লোহাগাড়া থানার অফিসার ওসি মো. রাশেদুল ইসলাম।
র্যাব-৭, চট্টগ্রামের সিপিসি-৩, চান্দগাঁও ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আবুল হাসনাত (বিমান) জানান, লোহাগাড়া থানার
মামলা নং- ১৯/৪২২, তাং-১২/১১/২০২৩ ইং, ধারা-১৪৩/৩৪১/ ৩২৩/ ৪২৭/৫০৬ পেনাল কোড-১৮৬০; তৎসহ 3 The Explosive Substances Act, 1908 এর
এজাহারনামীয় ৫ নম্বর পলাতক আসামী জসিম উদ্দিন হেলালী লোহাগাড়ার চরম্বা ইউনিয়নের নতুন পাড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি টিম লোহাগাড়ার চরম্বা নতুন পাড়াস্থ দারুস সালাম ইবতেদায়ী মাদ্রাসার সামনে পাকা রাস্তার উপর পৌঁছতেই র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি সু-কৌশলে পালিয়ে যাওয়ার প্রাক্কালে তাকে ধৃত করি। পালিয়ে যাওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায় সে উক্ত মামলার এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করে।
জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জসিম উদ্দিন হেলালী আরও জানায়, থানায় মামলা রুজু হওয়ার পর থেকে আইন শৃংখলা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সে এতোদিন চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে পলাতক হিসেবে অবস্থান করে আসছিল। গ্রেপ্তারের পর রাতেই তাকে লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, চরম্বা ইউপি মেম্বার জামায়াত নেতা জসিম উদ্দিন হেলালীর বিরুদ্ধে অস্ত্র, নাশকতা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ, বিস্ফোরক আইন ও সন্ত্রাসী কর্মকান্ড সহ বিভিন্ন অভিযোগে থানায় ৮টি মামলা রয়েছে। সে একজন দুর্ধর্ষ ক্যাডার। শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি রাশেদ।
তাং- ০৯/১২/২০২৩ ইং।