চকরিয়া প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া পৌরশহরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে দুই সহোদর আহত হয়েছেন। গতকাল (২৫) এপ্রিল শহরের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই সহোদর একই এলাকার আবু মুছার ছেলে গোফরানুল ইসলাম (১৫) ও ছোট ভাই সাইদুল ইসলাম (১৩)। দুইজনই চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের নবম ও অষ্টম শ্রেণীর ছাত্র।
তারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। আহত গোফরানুল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আমরা দুইভাইসহ বন্ধুরা মিলে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় শাহরিয়ারের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের সদস্যরা বন্ধু সাজিদকে মারধর করতে থাকে। এক পর্যায়ে আমরা বাধা দিতে গেলে ছোট ভাই সাইদুলকে ছুরিকাঘাত করে আহত করে। তাকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাই।
পরে কিশোর গ্যংয়ের ১০-১২জন সদস্য হাসপাতালে গিয়ে আমাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ‘
আহত দুই সহোদরের মা নাসরিন সুলতানা বলেন, ‘আমার ছেলেদের সাথে কারো কোন বিরোধ নেই। বন্ধুকে মারতে বাধা দেওয়ায় তাদের ছুরিকাঘাত করা হয়েছে। ‘ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‘আহতদের পক্ষ থেকে একঠি লিখিত এজাহার দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পেলে মামলা নেওয়া হবে।