জামিনে বের হয়ে ফের বাইক চুরি, গ্রেফতার ১

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকা থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ গ্রেফতার হয়েছে জমির উদ্দীন প্রকাশ জসিম (৩৫)নামে এক ব্যক্তি।

আজ শুক্রবার ভোর সাড়ে ৫টায় চান্দগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা এসআই পল্লব সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া বাজাজ ডিসকভার মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে জসিম স্বীকার করে সে আন্ত:জেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। গাড়ী চুরির পর চক্রের অন্যান্য সদস্যদের মাধ্যমে গাড়ী হাত বদল করে পাচার করতো সে।

সম্প্রতি জেল থেকে জামিনে বের হয়ে পুনরায় এ ধরনের অপরাধে জড়ায় জসিম। তার বিরুদ্ধে এর আগে ১টি হত্যা মামলাসহ ৩টি মোটরসাইকেল চুরির মামলা, ১টি মাদক ও ১টি অস্ত্র মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয় জমির উদ্দীন প্রকাশ জসিমকে।

এ সময় উদ্ধার করা হয় চুরি যাওয়া একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেল। জিজ্ঞাসাবাদ শেষে চোর চক্রটির অন্যান্য সদস্যদের নামের তালিকা তৈরি করে তাদের আটকের চেষ্টা চলছে।

 

মন্তব্য করুন

Your email address will not be published.