নিজস্ব প্রতিবেদক:
যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ ডিসেম্বর) দিনের শুরুতে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে উপজেলা পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতকানিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দীকি, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার, উপজেলা প্রকৌশলী পারভেজ সারওয়ার, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি ছৈয়দ মাহফুজুন্নবী খোকন, সাতকানিয়া উপজেলায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাগণ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আঞ্জুমান আরা বলেন, বীর মুক্তিযোদ্ধারা দেশের সম্পদ। তাদের আত্মত্যাগের মাধ্যমে আমাদের আজকের এই স্বাধীন বাংলাদেশ। সুতরাং তাদেরকে যথাযথ সম্মান করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা বোনদের ইজ্জতের মাধ্যমে আমাদের আজকের এই স্বাধীনতা। জীবন বাজি রেখে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের ঋণ কখনো ভূলবার নয়।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি ও উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে যোহরের নামাজের পর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।