নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামে মোটরসাইকেল চুরির অভিযোগে মো. সোলায়মান হাওলাদার (৩৩) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তার দেয়া তথ্য মতে সাতকানিয়া থানার বাজালিয়া থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) খাজা এনাম এলাহী বলেন, থানায় দায়ের হওয়া একটি চুরি মামলার তদন্তে নেমে প্রথমে আসামিকে শনাক্ত করা হয়। এরপর তাকে নিয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হয়।