প্রয়াত তিন আওয়ামী লীগ নেতার কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনের নৌকার প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ।
শুক্রবার (৫ জানুয়ারি) তিনি প্রয়াত নেতা এমএ আজিজ, জহুর আহমদ চৌধুরী ও এমএ মান্নানের কবর জেয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ সংসদীয় আসনে নৌকা প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শফিক আদনান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হাজী মোহাম্মদ হোসেন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের, কার্যনির্বাহী সদস্য বখতেয়ার উদ্দিন খান, মহাব্বত আলী খান, আব্দুল লতিফ টিপু, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন, আব্দুল আজিম, সাইফুল আলম বাবু প্রমুখ।