চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেবের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হাটখোলা মুড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, দিবাগত রাত দুইটার দিকে বাজারের দোকানিদের কেউ দোকান বন্ধ করে বাসায় চলে যান, কেউ দোকানে ঘুমিয়ে পড়েন। তখনো কার্যালয়টি অক্ষত ছিল। দিবাগত রাত তিনটার দিকে কার্যালয়টিতে আগুন লাগে। এ সময় কার্যালয়ের পাশের এক দোকানি প্রথম আগুন দেখতে পান। তাঁর চিৎকারে অন্যরাও জেগে ওঠেন। পরে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন।