শিক্ষামন্ত্রী হওয়ায় নওফেলের সাথে স্বেচ্ছাসেবক লীগের শুভেচ্ছা বিনিময়

বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী হওয়ায় মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নগরীর চশমা হিলে মন্ত্রীর বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

আরও উপস্থিত ছিলেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ মনির উদ্দিন, হোসেন সরোয়াদ্দী এলিন, রাহুল দত্ত প্রমুখ।

মন্তব্য করুন

Your email address will not be published.