বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী হওয়ায় মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নগরীর চশমা হিলে মন্ত্রীর বাসভবনে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
আরও উপস্থিত ছিলেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ মনির উদ্দিন, হোসেন সরোয়াদ্দী এলিন, রাহুল দত্ত প্রমুখ।