মানুষ মানুষকে কুকুরের মত কামড়িয়েছে, হাসপাতালে মৃত্যুর দোলাচলে কৃষক

সাতকানিয়ার কেঁওচিয়া -

 

সাতকানিয়া উপজেলা প্রতিনিধি 

কুকুরের কামড়ের বিষের যন্ত্রনায় মানুষ এতদিন হাসপাতালে ইনজেকশনসহ চিকিৎসা করাতে গেলেও সাতকানিয়ায় এবার ঘটেছে ব্যতিক্রম।

উপজেলার কেঁওচিয়ার তেমুহনী এলাকায় প্রতিবেশী কয়েকজন মিলে অভিনব কায়দায় শরীরের বিভিন্ন অংশে কামড়িয়ে গালের গোল দাগসহ দাঁতের চিহ্ন বসিয়ে দিয়েছে এক কৃষককে।

মনুষ্য দাঁতের কামড়ে ওই কৃষক বর্তমানে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বলে জানিয়েছেন তার স্ত্রী।

বৃহস্পতিবার দুপুরে কেঁওচিয়ার ৫নং ওয়ার্ডের তেমুহনী এলাকায় এই ঘটনা ঘটে।

কামড়ের বিষের যন্ত্রনায় ছটপট করা আহত ব্যক্তি উপজেলার কেঁওচিয়ার ৫নং ওয়ার্ডের তেমুহনী এলাকার নয়াবাড়ীর দেলোয়ার হোসেন(৩৫)
উপুর্যুপরি কামড় দেয়া ব্যক্তিরা একই এলাকার মৃত মহসিন চৌধুরীর ছেলে মো: রিয়াদ এবং রাহাত।
ঘটনায় আহত দেলোয়ারের স্ত্রী সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এদিকে সাতকানিয়া থানায় অভিযোগ দায়েরকারী জেসমিন আকতার বলেন,আমার স্বামী দেলোয়ার পেশায় কৃষক এবং মানষিক ভাবে একটু দূর্বলও।
আমরা গরীব হওয়ায় রিয়াদদের জমিতে কিছু ধানি ঘাস(বরগ্যার খের) রাখছি,ওগুলো সরানোর জন্য নির্দেশ দিলে আমরা যথাসময়ে সরাতে না পারলে আমার স্বামীর সাথে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা দুই ভাইয়ে মিলে কিল ঘুসি লাথির পাশাপাশি পাশবিক ভাবে শরীরের বিভিন্ন অংশে কামড়িয়েছে।
পরবর্তীতে এলাকার লোকজনের সহায়তায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে থানায় অভিযোগ করেছি।

তিনি আরো বলেন,তাদের কামড়ে আমার স্বামীর শরীর এখন জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে।

এদিকে কেঁওচিয়ার ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো:লোকমান বলেন,ঘটনাটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক, ছেলেটা খুবই সহজ সরল।

তাকে এভাবে কুকুরের মত কামড়নোর ঘটনাটি সাতকানিয়ায় বিরল।

মন্তব্য করুন

Your email address will not be published.