বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে সাগরে উল্লাহ (২০) নামে এক যুবকের বিরুদ্ধে ১০ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বড় আব্বা (জেডা) মোঃ নবী হোসেন বাদী হয়ে বাঁশখালী থানায় লিখিত অভিযোগ করেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ জানুয়ারী) গভীর রাতে বাঁশখালী পৌরসভার উত্তর জলদী ১নং ওয়ার্ডের দক্ষিণ ভাদালিয়া এলাকায় ।
স্থানীয় এলাকাবাসী ও ভিকটিমের পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ ভাদালিয়া সামব্বির বাপের বাড়ি এলাকার মোঃ শফি এর মেয়ে সায়েমা আক্তার (ছদ্মনাম) সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেণীর ছাত্রী। ভিকটিম প্রতিদিন স্কুলে আসা যাওয়ার পথে উত্ত্যক্ত করিত। ঘটনার ৪-৫ দিন পূর্বে ভিকটিমের বাড়িতে বৃদ্ধা দাদী ও ছোট ভাই কে রেখে ভিকটিমের মা-বাবা চিকিৎসা নেওয়ার জন্য চট্টগ্রাম হাসপাতালে অবস্থান করে। এ সময় অভিযুক্ত সাগরে উল্লাহ প্রচন্ড শীতের মধ্যে
নির্জনতাকে পুঁজি করিয়া সু কৌশলে ভিকটিমের বসতঘরের দরজা খুলে জোর পূর্বক সায়েমা আক্তার (ছদ্মনাম)কে জোর ধর্ষণ করে।
ভিকটিমের বড় আব্বা (জেডা) নবী হোসেন ও পাশ্ববর্তী নিকট আত্মীয় আব্দুল করিম জানান, ভিকটিমের মা অসুস্থ হওয়ায় তার মা-বাবা উভয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থাকার সুবাদে গভীর রাতে সাগরে উল্লাহ নামে এক ছেলে ভিকটিম সায়েমা আক্তার (ছদ্মনাম) কে তার বাড়িতে ডুকে জোর পূর্বক ধর্ষণ করে। সে পূর্বে ও স্কুলে আসা যাওয়ার পথে তাকে উত্যক্ত করত বলে আমরা শুনছি। ঘটনাস্থল ভিকটিমের বসতঘর থেকে গভীর রাতে আমরা স্থানীয় এলাকাবাসীর সহয়তায় তাকে আটকে রেখে থানা পুলিশকে লিখিত ভাবে অভিযোগ দায়ের করি।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আনছুর আলী জানান, আমার এলাকার দক্ষিণ ভাদালিয়া এলাকায় গতকাল গভীর রাতে এক স্কুল ছাত্রীকে তার বাড়িতে ধর্ষণ করার অভিযোগ শুনেছি। স্থানীয়রা ধর্ষণকারীকে ভিকটিমের বাড়ি থেকে ধরে আটক করে রাখে। পরে ভিকটিমের বড় আব্বা (জেটা) ধর্ষণকারীর বিরুদ্ধে বাঁশখালী থানায় লিখিত ভাবে এজাহার দায়ের করে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
এদিকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) রাত ১১ টা পযর্ন্ত ভিকটিম পরিবারের পক্ষে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানালে ও কোন ধরনের লিখিত অভিযোগ পাননি বলে জানান
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার। তিনি জানান, কি ঘটনা ঘটেছে আমি এখনও দেখি নাই, ওদের সাথে কথা বলতেছি, লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তে সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।