সাতকানিয়া প্রতিনিধি
গতকাল (২৬শে এপ্রিল) সোমবার সকাল ১১টায় সেলিম চৌধুরীর নিজ তহবিল থেকে হতদরিদ্র গরীব অসহায় ও দলীয় নেতা কর্মীদের মাঝে ৬০০ প্যাক ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন সোনাকানিয়া আওয়ামী লীগের সহ সভাপতি আহমদ কবির ভেট্টা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আব্দুস সত্তার চৌধুরী, সোনাকানিয়া যুবলীগের সভাপতি আব্দুল হালিম, সহ-সভাপতি সুলতান মির্জা, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হোসেন যুবলীগ নেতা মঞ্জুর আলম, ফরহাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, ছাত্রলীগ সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, মোঃ সোহেল, সাকিব, মামুন ,আরমান প্রমুখ।
উপহার সামগ্রীতে রয়েছে তৈল, পেঁয়াজ, চাউল, ছোলা, আলু ইত্যাদি।
এসময় সেলিম উদ্দিন চৌধুরী বলেন, প্রতিবছরের ন্যায় এবছর ও সোনাকানিয়ার প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতা-কর্মী এবং হতদরিদ্র গরীব অসহায় ও দিনমজুর মানুষকে উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, করোনাভাইরাস মহামারী দ্বিতীয় ধাপের কারণে মানুষ অনেক সমস্যার সম্মুখীন এই জন্য সোনাকানিয়া প্রতিটি ওয়ার্ডে দিনমজুর গরিব হতদরিদ্র মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষকে এবং দলীয় নেতা কর্মীদের কাছে আমার উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছি। তিনি জানান সোনাকানিয়া সহ সাতকানিয়ায় বিত্তশালী যারা আছেন তাদের কে উদাত্ত আহ্বান জানায় আপনাদের যার যার সামর্থ্য অনুযায়ী সবাইকে ত্রাণ ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। মহামারী করোনাভাইরাস থেকে বাঁচার জন্য নিজে সচেতন হই এবং অন্যজনকে সচেতন হওয়ার চেষ্টা করি সরকারের আদেশ অনুযায়ী মাক্স পড়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান তিনি।