চট্টগ্রামে মুঠোফোন চুরির অপবাদে কিশোর খুন!

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় ছুরির আঘাতে খুন হয়েছে এক কিশোর। নিহত কিশোরের নাম মো. রফিকুল ইসলাম (১৬)। ২৬ এপ্রিল, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সুলতান কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছির নগর থানা কাহেতোরা এলাকার পিরুজ মিয়ার ছেলে। সে নগরের এলমুনিয়ামের কারখানায় কাজ করতো।

রফিকুলের মা জনেরা বিবি বলেন, ‘আমি মানুষের বাসায় কাজ করি। আমার ছেলে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে কাজ করত। মুঠোফোন চুরির অপবাদ দিয়ে তারা (কিশোর গ্যাং) আমার ছেলেকে মেরে ফেলেছে। আমি এ হত্যার বিচার চাই। আর কোনো মায়ের বুক যেন খালি না হয়।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, সপ্তাহখানেক আগে একটি মুঠোফোন চুরিকে কেন্দ্র করে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য ইয়াসিন আরাফাতের নেতৃত্বে একদল কিশোরের সঙ্গে রফিকুলের কথা-কাটাকাটি হয়। এ সময় রফিকুলকে হত্যার হুমকি দেওয়া হয়।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ইয়াসিনের নেতৃত্বে একদল কিশোর পাঁচলাইশ মোহাম্মদপুর এলাকার সুলতান কলোনিতে এসে রফিকুলকে মারধর শুরু করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রফিকুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.