চট্টগ্রামে মাথায় সাইনবোর্ড পড়ে আহত শিশু
নিজস্ব প্রতিবেদক : দোকানের সাইনবোর্ড ভেঙে মাথায় পড়ে চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় এক শিশু আহত হয়েছে। আহত শিশুর নাম মো. মনির (৯)।
২৭ এপ্রিল, মঙ্গলবার পৌনে ৩টার দিকে বাকলিয়া থানার রাজাখালী মুকুট হোটেলের সামনে এ ঘটনা ঘটে। আহত শিশুকে হাসপাতালে নিয়ে আসেন মো. সবুজ।
মো. সবুজ বলেন, একটি বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে ছিল মনির। হঠাৎ সাইনবোর্ড ভেঙে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, মাথায় সাইনবোর্ড পড়ে আহত এক শিশুকে স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতাল নিয়ে আসেন। বর্তমানে ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।