সামাজিক অবক্ষয় রোধে গৌতমবুদ্ধের জীবনার্দশ বাস্তবায়ন জরুরি
পটিয়ায় এমএ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদার
পটিয়া প্রতিনিধি
চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পটিয়া এমএ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদার বলেছেন, সামাজিক অবক্ষয় রোধ ও শান্তি প্রতিষ্ঠায় গৌতমবুদ্ধের জীবর্নাদশ বাস্তবায়ন জরুরি। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এ সম্প্রীতি অব্যাহত রাখতে বৌদ্ধ ধর্মীয় নেতাদের ভুমিকা রাখতে হবে৷ তিনি জাতীয় চেতনায় উদ্ধুদ্ধ হয়ে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠাতায় কাজ করার আহবান জানান।
২৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে পটিয়া উপজেলার কেলিশহর ইউনিয়নে ছত্তার পেটুয়া আর্যশ্রাবক অরণ্যরাম ভাবনা কুঠির প্রাঙ্গনে েবাংলাদেশ বৌদ্ধ ঐক্য ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যােগে আয়োজিত মিলন মেলা ও বার্ষিক প্রীতিভোজে প্রধান বক্তার বক্তব্য যুবলীগ নেতা দিদারুল আলম দিদার উপরোক্ত কথা বলেন।
ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রজ্ঞাজোতি বড়ুয়া লিটনের সভাপতিত্বে ও সংগঠক সরিৎ বড়ুয়া সাজুর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য নাছির উদ্দীন, দ্বাদশ সংঘরাজ ধর্মসেন মহাস্থবির জাতীয় আন্তষ্ঠিক্রিয়ার উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক প্রণব বড়ুয়া অর্ণব, পটিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক হাসান উল্লাহ, বিশিষ্ট কীর্তনীয়া শাক্যপদ বড়ুয়া, যুবলীগ নেতা মোহাম্মদ দিদার, মোহাম্মদ ফোরকান। আলোচনার পুর্বে অষ্ট পরিস্কারসহ সংঘদান অনুষ্ঠিত হয়। এতে পটিয়া উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে বৌদ্ধ সম্প্রদায়ের নারী ও পুরুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে এমএ খালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল আলম দিদারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।