হাসপাতালের নিম্ন মানের কাজ বন্ধের নির্দেশ পটিয়ার এমপির

 

আ ন ম সেলিম, পটিয়া (চট্টগ্রাম)

নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করায় চট্টগ্রাম জেলার পটিয়া
হাসপাতালের পুন: নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন পটিয়ার এমপি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পটিয়া হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে এ নির্দেশ দেন তিনি। এসময় পটিয়ার সংসদ সদস্য বলেন, কাজের জন্য সাইটে নিম্ন মানের ইট,খোয়া ও বালু মজুত করেছেন। তিনি বলেন বালিতে মাটি মিশ্রিত, খোয়ায় প্রচুর রাবিশ রয়েছে এবং ইটের মানও ভালো নয়। মজুতকৃত মালামাল সাইট থেকে অপসারণ করে মান সম্মত মালামাল সরবরাহ করার পর আমি দেখে তারপর পরবর্তী সিদ্ধান্ত দেয়া হবে।
নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে যেসব কলামের কাজ করা হয়েছে তাও ভাঙ্গার নির্দেশ দেন তিনি। তিনি বলেন আগামীতে পটিয়ার কোন দপ্তরে এধরণের এধরণের নিম্ন মানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ করার কোন সুযোগ দেয়া হবেনা।এব্যাপারে সকলকে সতর্ক থাকার আহবান জানান তিনি।
গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পটিয়া হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মিটিংয়ে এসব কথা লেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো : হারনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সব্যসাচি নাথ,আবাসিক মেডিকেল অফিসার ডা:আইয়ুব নবী, আবদুল খালেক চেয়ারম্যান, মাজেদা বেগম শিরু,আ ন ম সেলিম, কাউন্সিলর রূপক সেন,কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, শাহেদ সুমন প্রমূখ।

 

মন্তব্য করুন

Your email address will not be published.