বান্দরবানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক!

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের লামায় ২শ’ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, মো. সাকিব বাপ্পী (২২) ও মো. সেলিম (৩২)।

২৮ এপ্রিল, বুধবার বিকালে ফাঁসিয়াখালী ইউনিয়নের বড় ছনখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ টিম।

গেফতার সাকিব বাপ্পী ফাঁসিয়াখালী ইউনিয়নের কুমারমার ঝিরি এলাকার জহির সওদাগরের ছেলে এবং সেলিম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সেলিম পেশায় একজন সিএনজি ড্রাইভার।

বিষয়টি নিশ্চিত করেন লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

তিনি বলেন, কুমারমার ঝিরি এলাকায় ছদ্মবেশে সেনা ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২শ’ ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.