চসিকের অভিযানে ২২ জনকে জরিমানা!

নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যবিধি উপেক্ষা করায় চসিকের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৮ এপ্রিল, বুধবার মাস্ক না পরা ও দোকানে মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অভিযানে নগরীর জিইসি ও খুলশী এলাকায় এই জরিমানা করা হয়।

অভিযানে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এ অভিযানে নেতৃত্বে দেন।

এসময় চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ‘অভিযানে আমরা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক ছাড়া ঘোরাঘুরি , কাঁচাবাজার ও মুদি দোকানগুলোতে মূল্য তালিকা না টাঙানোয় এই জরিমানা করেছি।’

মন্তব্য করুন

Your email address will not be published.