এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৪

 

বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় মোঃ আরকানুল ইসলাম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে উম্মে হাবিবা (১৬), হাবিবা বিনতে নরী (১৫), মিফতাহুল জান্নাত জেনি (১৭), সহ সিএনজি ড্রাইভার রিদুয়ান (২২)।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২ টায় এসএসসি পরীক্ষা শেষে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে উপজেলার গন্ডামারা ব্রীজের পূর্ব পার্শ্বে মালবাহী একটি ট্রাক ব্রীজে উঠার সময় হঠাৎ ট্রাকটি পিছনে নেমে আসলে সিএনজির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরকানুল ইসলাম উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের জাকের আহমদের পুত্র। অপর আহত উম্মে হাবিবা, হাবিবা বিনতে নরী , মিফতাহুল জান্নাত জেনি সহ ৩ সহপাঠী গন্ডামারা আনোয়ারা বেগম স্কুল এন্ড কলেজের
ছাত্রী।

এ সময় ঘটনাস্থলেই আরকানুল ইসলাম মারা যায় এবং আহত ৩ সহপাঠীকে হাসপাতালে ভর্তি করা হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ সুস্মিতা দাশ জানান, সড়ক দুঘটর্নায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে একজন
এসএসসি পরীক্ষার্থী ছাত্র মারা যান। অপর ৩ জন ছাত্রী সহ সিএনজি ড্রাইভারকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, দুঘর্টনাস্থলে সিএনজির এক যাত্রী স্কুল ছাত্র নিহত ও বাকী ৩ জন স্কুল ছাত্রী সহ সিএনজি ড্রাইভার আহত হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছেন।

 

মন্তব্য করুন

Your email address will not be published.