বিত্তশালীদের উচিত অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো- দিদার

 

পটিয়া প্রতিনিধি :

আমাদের সমাজে বিত্তশালীদের উচিত অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়ানো।
মাহে রমজান আমাদের মাঝে হাজির হয়েছে মহান আল্লাহর কৃপা অর্জনের সুযোগ হিসেবে। রমজান আমাদের সংযমের শিক্ষা দেয়।
মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে মাসব্যাপী সমগ্র পটিয়ায় চাচা খালেক ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এম এ খালেক (চাচা খালেক) ফাউন্ডেশনের চেয়ারম্যান,
চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পটিয়া উপজেলা চেয়ারম্যান পদ প্রত্যাশী দিদারুল আলম দিদার এর পৃষ্ঠপোষকতায় পটিয়ার ঐতিহ্যবাহী মুজাফরাবাদ গ্রামবাসীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
শুক্রবার (২২ মার্চ) ১৭ নং খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিদারুল আলম দিদার, বিশেষ অতিথি ছিলেন শোভনদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসানুল হক, মুজাফরাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুনীল বিশ্বাস, সমন্বয় সংগঠনের সভাপতি ও বধ্যভূমি সংরক্ষণ পরিষদ সাধারণ সম্পাদক বিপ্লব সেন,সমন্বয় সংগঠনের সাধারণ সম্পাদক কাজল কর, খরনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি বিপ্লব চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক নরেন রায় চৌধুরী, খোকন চৌধুরী মেম্বার, রতন সেন মেম্বার, সুমন দত্ত মেম্বার, মিসেস শুক্লা চৌধুরী মেম্বার, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুভাষ বিশ্বাস, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রাজীব সেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকান্ত চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শংকর ঘোষ, সাধারণ সম্পাদক অঞ্জন চৌধুরী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ ঘোষ প্রমূখ ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সমন্বয় সংগঠনের প্রচার সম্পাদক নিউটন বিশ্বাস।
সভা শেষে প্রধান অতিথি দিদারুল আলম দিদার মুজাফরাবাদ গ্রামের ৬০০ পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

মন্তব্য করুন

Your email address will not be published.