চন্দনাইশে সড়ক উন্নয়ন কাজে বাঁধা চাঁদার দাবীতে ঠিকাদার ও শ্রমিককে মারধর

থানায় গেল অভিযোগ

 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চন্দনাইশের দোহাজারী পৌরসভার জামিজুরীতে চাঁদার দাবীতে সড়ক উন্নয়ন কাজে বাঁধা ও শ্রমিককে মারধর করার ঘটনা ঘটেছে। গতকাল ২৯ মার্চ সকালে জামিরজুরি পরদেশী মসজিদ সড়ক হইতে নুরুল ইসলাম লতিফি বাড়ির সড়ক পর্যন্ত আরসিসি দ্বারা ১২০ মিটার সড়ক উন্নয়নের কাজ চলাকালে এ মারধরের ঘটনা ঘটে। এব্যাপারে উক্ত কাজের ঠিকাদার মো. শাহজাহান চৌধুরী বাদি হয়ে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে জানা যায়, দোহাজারী পৌরসভাস্থ জামিরজুরি পরদেশী মসজিদ সড়ক হইতে নুরুল ইসলাম লতিফি বাড়ির সড়ক পর্যন্ত আরসিসি দ্বারা ১২০ মিটার সড়ক উন্নয়নের কাজ চলাকালে মো. এরফান (৪৫) নামে এক ব্যক্তি ইতিপূর্বে একাধিকবার বিভিন্ন অজুহাতে আমি ও আমার মাঝি মো. ইয়াকুব (৫২) এর নিকট টাকা দাবি করিলে আমি বিবাদীকে টাকা না দেওয়ায় বিবাদী আমাকে বিভিন্ন ধরণের ভয়ভীতি প্রদর্শন করিয়া উক্ত সড়কের কাজ করিতে নিষেধ করে। গতকাল আমি ঘটনাস্থলে উপস্থিত থাকা অবস্থায় বিবাদী দেশীয় তৈরি অস্ত্র (কাঠের লাঠি) নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমার শ্রমিকদের বিভিন্ন অশ্লীলভাষায় গালমন্দ করতঃ কাজ বন্ধ করিতে বলে। এসময় বিবাদী আমারা সামনেই শ্রমিক হোসন আহমদ (২৩)কে এলোপাতারি কিলঘুষি মারিয়া মাটিতে ফেলে দেয় লাঠি দিয়ে আঘাত করে এবং লাথি মেরে পার্শ্ববর্তী মসজিদের পুকুরে ফেলে দেয়। এসময় ঘটানস্থলে উপস্থিত আমার মাঝি মো. ইয়াকুব ও আমি বিবাদীকে বাধা দিলে আমার মাঝিকে এলোপাতারি মারধর করে এবং আমাকে গলা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এসময় হামলাকারী এরফান তার দাবীকৃত টাকা না দিলে আমাকে মারিবে, কাটিকে ও প্রাণে হত্যা করে লাশ গুম করে দিবে মর্মে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে আমি শ্রমিক হোসেন আহমদকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করি।

তার

মন্তব্য করুন

Your email address will not be published.