সাঙ্গুতে গোসলে নেমে নিখোঁজ তরুণ, ছয় ঘণ্টা পর মরদেহ উদ্ধার 

চট্টগ্রামের চন্দনাইশে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হাফেজ মৌওলানা মোহাম্মদ হোসেন (১৮) নামে এক তরুণের ছয় ৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

শুক্রবার (১৯ এপ্রিল) উপজেলার দোহাজারী পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের সাঙ্গু নদীর উপর নির্মিত রেলওয়ে ব্রিজের নিচে এই ঘটনা ঘটে।

নিহত হাফেজ মৌওলানা মোহাম্মদ হোসেন টেকনাফ উপজেলার টেংখালী রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ ওয়ারেশের ছেলে বলে তার বড় ভাই আমির হোসেন নিশ্চিত করেছেন।

জানা যায়, দেড় মাস পূর্বে টেকনাফ থেকে দোহাজারী সাঙ্গু নদীর পাড়ের রোহিঙ্গা কলোনিতে বোন খতিজা বেগমের বাড়িতে বেড়াতে আসেন হাফেজ মৌওলানা মোহাম্মদ হোসেন । শুক্রবার সকাল ১১টার দিকে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে ডুব দিয়ে নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ পরও পানি থেকে না উঠলে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করে। তবে তাকে পাওয়া যায়নি ।

খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে চট্টগ্রাম থেকে ডুবুরি এনে ৬ ঘণ্টা পর বিকাল সাড়ে ৫টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফাইটার জুনায়েদ

মন্তব্য করুন

Your email address will not be published.