সাতকানিয়ায় অস্ত্র-রাবার বুলেটসহ বাদশাহ গ্রেপ্তার

মাদার্শা এলাকার-

  •  সাতকানিয়া সংবাদদাতা

    চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশি অভিযানে এলজি বন্দুক ও পাঁচ রাউন্ড রাবার বুলেটসহ মজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিবারাত আড়াইটার দিকে উপজেলার মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ফকির পাড়া জামে মসজিদের পাশে আবদুর রশিদের টিনসেড বসতঘরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তার মজিবুর রহমান প্রকাশ মিঠা বাদশা মাদার্শা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আসহাব মিয়ার ছেলে।

    সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মজিবুর রহমান নামে এক ব্যক্তিকে একটি এলজি বন্দুক এবং পাঁচটি রাবার বুলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বন আইনে মামলা রয়েছে। মজিবকে আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.