মিল্টন বিশ্বাসের শ্বাসরুদ্ধকর ৫ঘন্টা অভিযানে ধ্বংস হলো নকল কারখানা

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়ায় নকল জুস ও ফ্রুটিকা ডিংকোসহ নানা পণ্য অস্বাস্থ্যকর  পরিবেশ গড়ে ওঠা অবৈধ কারখানার সন্ধান মিলেছে!সন্ধান পাওয়ার পরপরই উপজেলা প্রশাসন সংশ্লিষ্টদের জরিমানাপূর্বক পুরো কারখানা ধ্বংস করে দেয়।

 

৫ই মে (রবিবার) দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলা পৌরসভার ছমদর পাড়ার ২নং গলিতে অবৈধ কারখানায় এই অভিযান পরিচালনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাসের নেতৃত্বে।

 

জানাযায়,সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়ার ২নং গলিতে প্রাণ কোম্পানির ডিংকো এবং ফ্রুটিকার হুবহু নকল পন্য বানানোর জন্য গড়ে ওঠেছে একটি মিনি কারখানা, যে কারখানা কাজ করেন ৯জনের একটি টীম,অবৈধ ভাবে তৈরী করা পন্যগুলি প্রভাবশালী এক জনপ্রতিনিধির মাধ্যমে করা মার্কেটিং।

 

স্থানীয় থানা প্রশাসনের ২/৩জন অফিসারও নিতো মাসিক এবং সাপ্তাহিক মাসোহারা,বাদ যায়নি সাতকানিয়ার নামে বেনামে মূলধারার পরিচয় দেওয়া বেশ কয়েকজন সাংবাদিক নেতাও।

 

 

এসবের কিছুই রক্ষা করতে পারেননি ইউএনও মিল্টন বিশ্বাসের সাধনচাতুর্য অভিযান থেকে,অবশেষে মেলেনি রেহায়।

 

 

ফলে ১লক্ষ টাকা জরিমানাপূর্বক কারখানা ধ্বংস করে দেয়া হয়,সংশ্লিষ্টদের থেকে নেয়া হয় মুচলেখা।
অর্থদণ্ড প্রাপ্ত ব্যক্তি পৌরসভার ২নং ওয়ার্ডের ছমদর পাড়ার আব্দুল জব্বার।

 

 

এই বিষয়ে ইউএনও মিল্টন বিশ্বাস বলেন,নকল কারখানায় অবৈধ ভাবে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরী করায় আব্দুল লতিফের ছেলে আব্দুল জব্বারকে ১লক্ষ টাকা জরিমানা করা হয় এবং পুরো কারখানায় প্রায় ৫ঘন্টা অভিযান পরিচালনা করে সেটি ধ্বংস করা হয়,সেই সাথে মুচলেকা নেয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল এবং মোবাইল কোর্টে সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

 

ইউএনও মিল্টন বিশ্বাস আরো বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

Your email address will not be published.