অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তার টেকনাফে

র‌্যাব সদস্যরা টেকনাফ থানাধীন কম্বনিয়াপাড়ায় অভিযান চালিয়ে একটি এলজি ও তিন রাউন্ড কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার মো. শফিক (৩২) হ্নীলা ১ নম্বর ওয়ার্ড মৌলভীবাজার মরিচ্যাঘোনার বাসিন্দা।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী জানান, টেকনাফ কম্বনিয়াপাড়ায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময়

র‌্যাবের উপস্থিত হলে দৌড়ে পালানোর সময় মো. শফিককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি তার নাম-ঠিকানা প্রকাশসহ বিক্রয়ের উদ্দেশ্যে তার নিকট অস্ত্র-গুলি রয়েছে বলে স্বীকার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে দেহ তল্লাশি করে একটি দেশীয় এলজি, দুই রাউন্ড শর্টগানের কার্তুজ ও এক রাউন্ড শর্টগানের খালি খোসা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মো. শফিক ইয়াবা ব্যবসা ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র-গুলি সংগ্রহ করে অপরাধের স্থানীয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও রোহিঙ্গা দুষ্কৃতীদের নিকট বিক্রয় করে থাকে মর্মে স্বীকার করে। উদ্ধারকৃত আলামতসহ শফিককে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.