সাতকানিয়া প্রতিনিধি
কেঁওচিয়া সমিতি-চট্টগ্রাম এর উদ্যোগে আজ ১ মে শনিবার ইউনিয়নের নয় ওয়ার্ডে প্রায় ছয়শত পরিবারের মাঝে সেহেরী ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কেঁওচিয়া সমিতি চট্টগ্রামের সভাপতি বিশিষ্ট শিল্পপতি সমাজ সেবক শিক্ষানুরাগী আলহাজ্ব নিজাম উদ্দীন।
সমিতির সাধারণ সম্পাদক শেখ সালাহ্ উদ্দিন দিনারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নাছির উদ্দীন, সহ সভাপতি আবু জাহের চৌধুরী, ফারুক আজম, কেএম জামাল উদ্দীন, সেলিম উদ্দীন, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, সমিতির অর্থ সম্পাদক নাজিম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দু রাজ্জাক রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইউচুপ, শিক্ষা সম্পাদক হিজবুল হক, আফাজ উদ্দীন সিদ্দিকী, মহিউদ্দীন মুহিত, সাজ্জাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চলমান কোভিড-১৯ এর কারণে প্রতিটি ওয়ার্ডের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়। তারা আরও বলেন, একতা, সহযোগিতা, উন্নয়ন এই স্লোগান কে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যাবে কেঁওচিয়া সমিতি-চট্টগ্রাম।