নিজস্ব প্রতিবেদক
জোরপূর্বক জায়গা দখলের সংঘর্ষের ঘটনায় হত্যা চেষ্টা মামলায় কক্সবাজারের কুতুবদিয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) রিদুয়ান মোস্তফাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ মে) কুতুবদিয়া সিনিয়র জুড়িসিয়্যাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সাঈদীন নাঁহী এই আদেশ দেন।
বাদীর পক্ষের আইনজীবী শফিউল আলম পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, তহশিলদার রিদুয়ান দীর্ঘদিন ধরে নিজ উপজেলায় কর্মরত থাকার সুযোগে বিভিন্ন সালিশ বিচারের সিদ্ধান্ত অমান্য করে বাদী মো. আলমগীরের পৈত্রিক ও বসতভিটার জায়গা জোরপূর্বক দখলে রাখে। একপর্যায়ে সম্প্রতি আলমগীরের রান্নাঘর মেরামত কাজে বাঁধা দেয় রিদুয়ান ও তার ভাড়াটে দলবল। এতে প্রতিবাদ করায় ধারালো দা চুরি নিয়ে বাদীর উপর হামলা চালায় তারা। এ সময় হত্যার উদ্দেশ্যে বাদীর স্ত্রী রোজিনার মাথায় ছুরিকাঘাতে গুরুতর জখম করে।
আদালত সূত্র জানায়, ভুক্তভোগীর দায়ের করার ওই মামলায় ঘটনাস্থলে ছিলেন না মর্মে আদালতে মিথ্যা তথ্য দিয়ে কিছুদিন পূর্বে অস্থায়ী জামিনে মুক্তি নেন রিদুয়ান। তবে আজ বৃহস্পতিবার পুলিশের দেওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, সরকারি চাকরির আচরণ বিধি তোয়াক্কা না করে ভূমি অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি ও নামজারিতে মোটা অঙ্কের উৎকোচ দাবিসহ একাধিক অভিযোগ রয়েছে ওই তহশিলদারের বিরুদ্ধে।