অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার মানিকছড়িতে

খাগড়াছড়ির মানিকছড়িতে অস্ত্র ও গুলিসহ মো. লোকমান হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার বিকেলে উপজেলার গচ্ছাবিল এলাকার চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লোকমান গচ্ছাবিল এলাকার মো. আলমগীর হোসেনের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার বিকেলে উপজেলার গচ্ছাবিল এলাকার মদন গোপাল সেবাশ্রম সংলগ্ন এলাকা থেকে একটি দেশি এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং একটি মোটরসাইকেলসহ লোকমানকে গ্রেপ্তার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মানিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.