কুতুবদিয়ায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের কুতুবদিয়ায় মো. তারেক (২৮) নামে এক এলপি গ্যাস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের মগলাল পাড়া সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তারেক দক্ষিণ ধূরুং ইউনিয়নের মুছা সিকদার পাড়ার মৃত আবু তাহেরের ছেলে।

পরিবার জানায়, তারেক দীর্ঘদিন ধূরুং বাজারে ব্যবসা করছে। কারও সাথে ব্যবসায়িক দ্বন্দ্ব নেই। গত মঙ্গলবার সন্ধ্যার পর ফোনে কথা হয় তারেকের সাথে। দোকান বন্ধ করে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা শেষে বাড়ি ফেরার কথা ছিল তার। রাতে আর বাড়ি ফিরেনি, সকালে রাস্তার পাশে তার লাশ পাওয়া যায়।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে কুতুবদিয়া-মহেশখালীর এএসপি (সার্কেল) রামপ্রসাদ ভক্ত পূর্বকোণকে জানান, সুরতহালের পর ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধূরুং বাজারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

Your email address will not be published.