আড়াই কোটি টাকার আইসসহ কারবারি গ্রেপ্তার কক্সবাজারে

কক্সবাজারের রামুতে আড়াই কোটি টাকা মূল্যের প্রায় ৫৭০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ মো. জুবায়ের (২৮) নামে এক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার বিকেলে রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের বাবলু ফার্মেসির নিকটবর্তী কলঘর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুবায়ের কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মোক্তার আহমদের ছেলে বলে জানা যায়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী পূর্বকোণকে জানান, জব্দকৃত মাদকসহ জুবায়েরকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

Your email address will not be published.