নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের চন্দনাইশের এক ইনস্যুরেন্স কর্মকর্তাকে সুকৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক অবান্তর ভাবে স্বীকারোক্তি নিয়ে লিখিত দিতে বাধ্য করেন এবং মেরে ফেলার হুমকি দিয়ে ভিডিও বক্তব্য দেয়ার জোর চেষ্টা করেন।
গত ৩১শে মে উপজেলার বরকল ইউনিয়নের মহাজন ঘাটা এলাকায় একটি রাস্তার ধারে এই ঘটনা ঘটে।
ঘটনায় ভুক্তভোগী সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নুরুল মোস্তাফার ছেলে মো: আজিজ(২৭)।
সে দোহাজারি পৌরসভাস্থ আলফা লাইফ ইনস্যুরেন্সে কর্মরত।
আজিজ বাদী হয়ে ঘটনায় জড়িত অভিযোগে দোহাজারী পৌরসভার লালুটিয়া এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে সাদ্দাম হোসেন এবং সোনালী লাইফ ইনস্যুরেন্সে কর্মরত রুবেলের বিরুদ্ধে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে চন্দনাইশ থানার অভিযোগকারী মো: আজিজ বলেন- আলফা লাইফ ইনস্যুরেন্সে কর্মরত মো: আজিজ বলেন,আমাকে সাদ্দাম হোসেন আমার ইনস্যুরেন্স কোম্পানিতে পলিসি খোলার কথা বলে সুকৌশলে আমাকে ফুসলিয়ে নিয়ে আমাকে নির্জন একটি জায়গায় নিয়ে বিভিন্ন মনগড়া কথা বলে আমাকে মারধর করার উদ্যোত হয়ে জোরপূর্বক ভিডিও ধারণ করে একটি কাগজে সই সাক্ষর নিয়ে নেন।
তারা ওটা বিভিন্ন পেজ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে পাবলিশ করে আসছে তাই
আমি তাদের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করব