ইউপি সদস্যের নেতৃত্বে কাটা হচ্ছে পাহাড় এমন অভিযোগ উপজেলা প্রশাসনের

সাতকানিয়া

 

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের তালমৌ দীঘি এলাকায় বনের জমি দখল করে স্থাপনা নির্মাণ ও পাহাড় কাটছেন দুই ইউপি সদস্য।

গোপন সংবাদরে ভিত্তিতে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেছে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস ও সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।

এসময় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুন ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল উপস্থিত ছিলেন।

অভিযানে বন বিভাগের মালিকানাধীন জমি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ ও পাহাড় কাটায় বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জিসানুল ইসলাম (২৯) ও সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজল করিম (৪৮) কে অভিযুক্ত করা হয়।

নির্মাণাধীন জায়গাটি বন বিভাগের মালিকানাধীন বলে নিশ্চিত করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম।

পরবর্তীতে ইউএনও মিল্টন বিশ্বাস রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মামুন ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সলকে অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে ভূমি দখলের অপরাধে নিয়মিত মামলা করার জন্য পরামর্শ প্রদান করেন।

এ বিষয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, বনভূমি দখল করে স্থাপনা নির্মাণ ও পাহাড় কাটার দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার জন্য বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে বলা হয়েছে।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

মন্তব্য করুন

Your email address will not be published.