প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে, বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার-ডা:মিনহাজ

 

 

সৈয়দ আককাস উদদীন

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদ সদস্য ও স্বাচিপ চট্টগ্রাম জেলা শাখার সহ—সভাপতি অধ্যাপক ডা.আ.ম.ম মিনহাজুর রহমান বলেছেন, প্রথাগত শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিতে কাজ করছে সরকার। দেশের শিক্ষাব্যবস্থায় অসংখ্যবার পরিবর্তন হলেও যুগের চাহিদার সাথে তাল মেলাতে বর্তমানে নতুন কারিকুলামে শিক্ষা জনগোষ্ঠীকে উপযুক্ত করে গড়ে তুলতে কার্যকরী ভূমিকা রাখবে ।

 

 

তিনি গতকাল (শনিবার) সকালে সাতকানিয়া আদর্শ মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, বার্ষিক পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

 

 

ডা.মিনহাজ আরও বলেন, আওয়ামী লীগ শিক্ষাবান্ধব সরকার হিসেবে এই প্রথম দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাব্যবস্থা একেবারেই খোলনলচে বদলে ফেলার উদ্যোগ নিয়েছে।

 

সনাতনী পাঠদানের মতো থাকছে না শ্রেণিকক্ষের লেখাপড়া। শিক্ষার্থীরা তোতাপাখির মতো প্রশ্নের উত্তর মুখস্থ করবে না। সামষ্টিক মূল্যায়ন বা পরীক্ষার পরিবর্তে তাদের সারা বছর ধরে মূল্যায়ন করা হবে। এতে পরীক্ষার্থী হবার ঘুণধরা মনোবৃত্তি থেকে বেরিয়ে এসে ছাত্র—ছাত্রীরা শিক্ষার্থী হয়ে উঠার মানসিকতা ধারণ করবে।

 

 

অনুষ্ঠানের বিশেষ অতিথি সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, শিক্ষাক্ষেত্রে গত এক যুগে আওয়ামী লীগ সরকারের অর্জন অবিস্মরণীয়। সবার জন্য শিক্ষা নিশ্চিত করা আর শিক্ষায় নারী—পুরুষের সমতা অর্জনের ক্ষেত্রে রীতিমতো বিপ্লব ঘটেছে। শিক্ষাক্ষেত্রে রোল মডেল এখন বাংলাদেশ।

 

 

এসময়ে অতিথিদের মধ্যে মেয়র জোবায়ের বলেন শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হোস্টেল মাঠের তৈরি করা হবে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ রুহুল কাদের সভাপতিত্বে সহকারী অধ্যাপক জয়নাল আবেদনীন ও প্রভাষক জান্নাতুল নাঈম পপি’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি শফিকুল ইসলাম, দাতা সদস্য আব্দুল মান্নান,সাতকানিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল সরকার, সাতকানিয়া মডেল হাইস্কুলের প্রধান মোহাম্মদ ইলিয়াস, কলেজ গভর্নিং বডির সদস্য আয়ুব চৌধুরী, সাবেক শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ শাহাআলম, গভর্নিং বডির সদস্য আয়ুব বাবুল, গভর্নিং বডির সদস্য মোহাম্মদ হোসেন, গভর্নিংবডির সদস্য ইলিয়াস বাবুল, প্রভাষক তামজিদুল ইসলাম ।

 

 

বিদায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একাদশ শ্রেণির নাছরিন সুলতানা, আফিফা সোলতানা, হালিমা আক্তার রুমা,জান্নাতুল আফরাইম,নজরুল সংগীত পরিবেশন করেন তিশা সিংহ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ফিতা কেটে ফ্রি ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করেন। এতে চট্টগ্রাম শহর হতে আগত ডাক্তার জাবেদ বিন সাগর, ডাক্তার মিতিলা শারমিন ডাক্তার নাহিদ সোলতানা তত্ত্বাবধানে ২০০ জন রোগীকে ফি সেবা প্রদান করা হয়।

মন্তব্য করুন

Your email address will not be published.