চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক এম এ আজিজ
সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ আজিজ চট্টগ্রাম মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ।
১ মে, শনিবার বিষয়টি জানান বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
এর আগে এম এ আজিজ নগর বিএনপি’র সহ সভাপতি ও বন্দর থানা বিএনপি’র সভাপতি ছিলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সহ দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী জানান, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ২৯ মার্চ থেকে কারাগারে আছেন। এমতাবস্থায় সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রের নির্দেশে ভারপ্রাপ্ত আহবায় হিসেবে দায়িত্ব পালন করবেন এম এ আজিজ।