নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া রেঞ্জের অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়।
১৬ই জানুয়ারি(বৃহস্পতিবার) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ও বড়দুয়ারা ডলু বিটের রেঞ্জ কর্মকর্তা মো:মামুন এই অভিযানের নেতৃত্ব দেন।
এসময় তিনি ৩০০ঘনফুট কাঠ জব্দ করেন।
অভিযানে আরো উপস্থিত ছিলেন বিট কর্মকর্তা টংকাবতী ও ডলুবিট এবং রেঞ্জের স্টাফবৃন্দ।