রাস্তার পাশেই সাজানো ইফতার, তুলে দিলেন রোজাদার ব্যক্তির হাতে

নিজস্ব প্রতিবেদক:

ইফতারের প্যাকেট ও পানি সাজিয়ে রেখে পাশেই হাঁটা চলা করছেন কয়েকজন স্বেচ্ছাসেবক। সাজানোর লাইন থেকে একের পর এক ইফতারের প্যাকেট তুলে দিচ্ছেন রোজাদার ব্যক্তির হাতে।

চলার পথে তৃপ্তির ইফতার হাতে পেয়ে অনেকের মুখেই ফুটে ওঠে তৃপ্তির হাসি। সেসময় দুহাত ভরে দোয়া করেন আয়োজকদের জন্য। এরকম ব্যতিক্রমী আয়োজন দেখে যেমন খুশি উপকারভোগীরা, তেমনি আলোচনা ও প্রশংসায় ভাসছে আয়োজকরা।

রোববার (২ মে) শেষ বিকেলে সাতকানিয়ার কেরানীহাটে এমন দৃশ্যের দেখা মেলে।

করোনা ভাইরাসের দ্বিতীয় টেউ প্রতিরোধে চলমান সংকটে অনেকেই তৃপ্তি নিয়ে ইফতার করতে পারছেন না। রোজা রেখে তারা যেন একটু ভালো ইফতার করতে পারেন সেজন্যই এই উদ্যোগটি গ্রহণ করেছে সাতকানিয়ার ড্রিম টিম নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

সংগঠনটির সদস্যরা নিজেদের অর্থ দিয়ে ইফতার ক্রয় করে নিজেরাই প্যাকেট করেন।

সংগঠনের প্রধান পরিচালক হোসাইন মোহাম্মদ তারেক চট্টগ্রাম সংবাদকে বলেন, করোনার এই বিরূপ পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, যার ফলে সাধ আর সাধ্যের মিল করে অনেকেই ইফতার তৈরি করতে পারছেন না অথবা কিনতে পারছেন না। এমন পরিস্থিতি বিবেচনায় নিজেদের সহযোগিতায় আমরা ইফতার দেওয়ার এই ব্যতিক্রমী আয়োজন করেছি।

আগামীতেও সংগঠনটির পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের জন্য ব্যতিক্রমী বিভিন্ন আয়োজন থাকবে বলেও জানান তিনি।

ইফতার বিতরণকালে সংগঠনের সকল সদস্য অংশ নেন।

মন্তব্য করুন

Your email address will not be published.